একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশ হয়েছে কবি আমিরুল হাছানের তৃতীয় একক কাব্যগ্রন্থ ‘নিয়তির চন্দ্রবিন্দু’। বইটি প্রকাশ করেছে কবিতাচর্চা প্রকাশনা। মেলার চব্বিশ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।
কবি আমিরুল হাছানের কবিতায় উঠে আসে জীবনের নানামাত্রিক স্বপ্ন-বাস্তবতা,প্রেম-প্রণয় ও প্রত্যাশার এক অবারিত বোধের জগত। যেখানে আত্মবোধন ও পরমের সঙ্গে একাত্বতা ও বিলীন হয়ে যাওয়ার আকুতি তার কবিতাকে দিয়েছে প্রাণশক্তি।
তিনি একজন ভাবপ্রবণ কবি সত্তা। নতুন কবিতার বই নিয়তির চন্দ্রবিন্দুর কবিতাগুলোতে স্বভাবজাত আবেগ-অনুভূতির মহাসমাবেশ ঘটাতে চেয়েছেন। যেখানে স্বপ্ন ও বাস্তবতা স্থির বিন্দুতে মিলিত হয়। আধ্যাত্মিকতা ও গুরুবাদী দর্শনের বহিঃপ্রকাশ রয়েছে কবিতার চরণে চরণে।
বইটির প্রকাশক বদরুল হায়দার বলেন,মেলায় বইটি আসার পর থেকেই পাঠকের বিপুল সাড়া পাচ্ছি। কবিতা তো জীবনবোধের নান্দনিক প্রকাশ।কবি আমিরুল হাছানের ‘নিয়তির চন্দ্রবিন্দু’র প্রতিটি কবিতা যেন এক-একটি আখ্যান। যেখানে মধ্যবিত্ত জীবন, দ্রোহ-দহন, প্রেম-অভিমান, বিষণ্ণতা কিংবা স্বপ্নের স্পষ্ট অথচ স্বকীয় উচ্চারণ। কবিতাগুলো দিয়ে কবি যেতে চেয়েছেন জীবনের আরও গভীরে।
লেখক আমিরুল হাছান বলেন,আমার তৃতীয় কবিতার বই ‘নিয়তির চন্দ্রবিন্দু’ প্রকাশ হওয়ার পর থেকে পাঠকের ভালো সাড়া পাচ্ছি। এই বইয়ের দুই-একটি লেখাও যদি কারো ভাবনা ও বোধের জগতকে এতটুকুও স্পর্শ করে তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে।
চট্টগ্রামের ফরেস্ট্রি সাইন্স অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট থেকে পড়াশোনা শেষে কবি আমিরুল হাছান বর্তমানে কর্মরত আছেন সরকারের বন বিভাগে। এর আগে গত বছর ‘স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ’ নামে একটি বইয়ের সম্পাদনার পাশাপাশি আমিরুল হাছানের ‘আদবের নাগর’ ও ‘বিলুপ্ত করো বিলাপ’ নামে দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি