একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রভাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলন।
ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রী কলেজ শহীদ বেদিতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুস্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন,বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের সভাপতি-মাহবুব সৈয়দ,ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল-মোঃমুজিবুর রহমান,প্রভাষক-খাজা মোহাম্মদ আব্দুল্লাহ,ছাএলীগ নেতা-জাহিদুল ইসলাম নয়ন,কলেজ শাখা ছাএলীগের সভাপতি-মো:রাজন আহমোদ সহ স্কুল ও কলেজ শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি