1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২১ মে, ২০২২

নরসিংদীর পলাশে মুরগির খাঁচাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক কিশোর আরোহী।শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আনন্দ হাসান (১৭)। সে পলাশের ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে আহত কিশোরের নাম নাহিদ গাজী। সে শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মোতালিব গাজীর ছেলে। হতাহত দুজনই সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে আনন্দ ও নাহিদ মোটরসাইকেলে করে ঘুরতে বাড়ি থেকে বের হয়। তাদের মোটরসাইকেলটি শিবপুরের ইটাখোলা এলাকা থেকে পলাশের গজারিয়ার দিকে যাচ্ছিল। পথে ঝালঘাটা বাজারে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী মুরগির খাঁচাবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনই গুরুতর আহত হয়।স্থানীয় ও আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত নাহিদকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মামলা হচ্ছে না। তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT