নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে মরহুম ভাইস চেয়ারম্যান রহিজ উদ্দিন এর স্মরণে ২য় বার্ষিকী চেয়ারম্যান কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) বিকেলে আমদিয়া ইউনিয়নের পাকুরিয়ার বাউন্দীতে মরহুম ভাইস চেয়ারম্যান রহিজ উদ্দিন স্মরণে শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু।
বিশেষ অতিথি বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আঃ হাই মাষ্টার,আমদিয়া ইউপি সদস্য শামীম আহসান দেলোয়ার।এছাড়াও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানা,আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আবদুল মজিদ,আমদিয়া ইউনিয়ন জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ আরিয়ান শাহিন,আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাসির হোসেন পিন্টু,ডিজিটাল বাংলাদেশ ব্লাড ব্যাংক নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।ভাইস চেয়ারম্যান রহিজ উদ্দিন স্মরণে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।