গাজীপুরের কালীগঞ্জে হাফেজীয়া মাদ্রাসা ও এতিখানার হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার বড়নগর হাফেজীয়া মাদ্রাসা ও এতিখানা হাফেজ ছাত্রদের পাগরী প্রদান উপলক্ষে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো. হাছেন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম।
মাদ্রাসার মুহতামিম ও মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান এর পরিচালনায় ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন আয়ারল্যান্ড প্রবাসী মো. সিরাজুল ইসলাম।
মাহফিলে তাকরীর পেশ করেন আল্লামা নুর হোসাইন কাসেমী, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার মুহ্তামিম শাইখুল হাদিস মুফতি মাসউদুল করীম, ঢাকা বাংলা মটর মসজিদে নুর এর খতিব ও উত্তরা তানভীরুল মডেল মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আমিনুল ইসলাম সালেহী, ঢাকা মুহাম্মদপুর জাফরাবাদ পপুলার জামে মসজিদের ইমাম ও খতিব ঢাকা হাজারীবাগ আল জামিআ মদিনাতুল উলুম এতিমখানার সহকারী মুহতামিম আলহাজ্ব মুফতি তাফাজ্জুল হুসাইন, দারুল উলুম ঢাকা ও ঢাকা মধ্যবাড্ডা সেকান্দরবাগ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হালিম।
পরিশেষে মাহফিলের প্রধান বক্তা আল্লামা নুর হোসাইন কাসেমী গভীর রাতে উপস্থি অসংখ্য মুসুল্লিদের সাথে নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি