গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু, মিজানুর রহমান এর সার্বিক তত্বাবধানে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান এবং রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত শত শত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসসাদিকজামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অধ্যাপক মো. শরিফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর সভার মেয়র ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন প্রমূখ।এ সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভিন, কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাবেক ছাত্রলীগের অনেক নেতাকেই আজকের এই নবীন বরন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি। তাই তাহারা ক্ষোভে ফেটে পড়েন, তারা মূুল অনুষ্ঠানের বাইরে মাঠে বিক্ষোভ মিছিল করেন। দুই পক্ষ বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন তা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মেট্রোরেল, কর্ণফুলী টার্নেল, ভুমিহীনদের ভুমিসহ গৃহ দান এমন অনেক উন্নয়ন আমাদের দিয়েছেন। অল্পদিনের মধ্যে গাজীপুর জেলাকে ভুমিহীন হিসাবে ঘোষণা করবেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আমাদের এত উন্নয়ন করে দিয়েছেন আমাদেরও কিছু দেওয়ার দায়িত্ব আছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি