নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার বেদে সম্প্রদায়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান এর গ্রন্থনা পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে বেদে সস্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেদে সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন সমস্যার কথা বলেন তাঁরা।পরে এস এম মান্নান বলেন বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নে ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার সাহেবকে সাথে নিয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধান করা হবে।তাদের জন্য বিশুদ্ধ পানির জন্য আগামী ঈদুল ফিতরের আগে পাঁচটি টিউবওয়েল স্হাপন করা হবে ,স্বাস্হ্যসম্মত টয়লেট,শিক্ষা,স্হায়ী ভাবে পৌর এলাকায় বাসস্হানের ব্যবস্হা করা হবে।তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সাধ্যমত তাদের চাহিদা পূরন করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইলিয়াস হোসেন।ইলিয়াস হোসেনও এস এম মান্নানের কথার সাথে একতাবদ্ধ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি