নরসিংদীর ডাংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।রবিবার (২৬ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পতাকা উত্তোলন, আনন্দ র্যালী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভুঁইয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ইউপি সদস্য,মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ স্হানীয় শ্রেণি পেশার লোকজন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই এর উদ্যোগে ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের কোট প্রদান করা হয়।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি