নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ইট বোঝাই ট্রলি চাপায় সাকিব হাসান (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব হাসান চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেল যোগে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি দক্ষিণ দেওড়া এলাকার পলাশ সারকারখানার সড়কে আসলে পিছন থেকে একটি ইট বোঝায় বেপরোয়া ট্রলি মোটরসাইকেটিকে ওভারটেক করতে যায়।এ সময় ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা রাকিব রাস্তার ডানপাশে ছিটকে পড়ে ও পিছনে বসে থাকা সাকিব রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে চাপা পড়ে।এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। পরে রাকিবকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে রাকিব চিকিৎসাধীন রয়েছে।পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াদীন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি