নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বিভিন্ন স্থানে বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে স্হায়ী উদ্যোগ নিয়েছেন। তাঁর ফলোশ্রুতিতে শনিবার (২১ মে)অফিস ছুটির দিনেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির পানিতে সৃষ্ট জলোবদ্ধতা স্থানগুলো দেখতে যান তিনি।এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার সরজমিনে ২,৩,৭নং ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ভাগ্যেরপাড়ার অপ্রশস্ত রাস্তা, প্রধান সড়কে পিডিবির ড্রেন গড়পাড়ায়,পাইস্কা,ঘোড়াশাল এবং পলাশ সহ বিভিন্ন জায়গায় জমাপানি নিরসনে স্থায়ী ব্যবস্থা নিতে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেন। তাছাড়াও পৌর এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন ভুক্তভোগি পৌর এলাকাবাসীকে।এসময় উপস্থিত ছিলেন , পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এবং পৌর কাউন্সিলরগণ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।