নরসিংদীর পলাশ উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ইজিবাইকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।বুধবার ৩ মে ১১টায় উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের ধলাদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন ইজিবাইকের যাত্রী টাঙ্গাইলের ঘাটাইল থানার মনহরা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (৫৫),বাকি দুইজন মাইক্রোবাস চালক ও ইজিবাইক চালক।তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।প্রতক্ষ্যদর্শীরা জানান,পলাশ থেকে মোটরসাইকেল আরোহী ঘোড়াশাল অভিমুখে আসতেছিল পরে বাইপাস সড়কের ধলাদিয়া এসে পৌঁছালে ঘোড়াশাল থেকে ছেড়ে আসা পলাশ বাসস্ট্যান্ড অভিমুখী একটি মাইক্রোবাস ইজিবাইক কে ওভারটেক গিয়ে সামনে মোটরসাইকেল আরোহী দেখতে পায় এবং মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে,তখন মাইক্রোবাসটি গতি রোধ করতে না পেরে সামনে থাকা ইজিবাইকে কে ধাক্কা দিয়ে সড়ক থেকে প্রায় দশফুট নিচে ধান ক্ষেতে ইজিবাইকসহ মাইক্রোবাস পড়ে যায়।অপরদিকে মোটরসাইকেল আরোহী চলে যায়।এ সময় ইজিবাইকের এক নারী যাত্রীসহ ইজিবাইক ও মাইক্রোবাস চালক আহত হয়।দুর্ঘটনার পরে স্থানীয় উৎসুক জনতা কেউ কেউ তাদের উদ্ধার না করে ভিডিও ধারণ ও ছবি তোলা সহ দর্শকের ভূমিকা পালন করেন।পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন নরসিংদী জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এটিএম সাজ্জাদুল হক সুৃমন নামে এক পুলিশ সদস্য তিনি আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করেন।দুর্ঘটনাস্হল পলাশ থানা পুলিশ পরিদর্শন করে আইনী ব্যবস্হা গ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি