বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি তথ্য দিন সেবা নিন এই স্লোগান নিয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির আয়োজনে বুধবার (১৭ মে) নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার ৫নং ওয়ার্ডে (ওমেরা পেট্রোলিয়াম গেইট সংলগ্ন) পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের পৌরবাসীদের সাথে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জনগণকে দ্রুত সময়ে সেবা প্রদানের লক্ষ্যে সর্বোপরি এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল সহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুরুত্বপূর্ণ সচেতনমূলক পরামর্শ দেন পুলিশ কর্মকর্তারা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ এমদাদুল হক,ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মোঃ মনজুরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম রুমেল,মোঃ বিল্লাল হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান।
এসময় পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শ্রেণি পেশা লোকজন উপস্থিত ছিলেন।