নরসিংদীর পলাশে দেশের সোনালী খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ মে ) বিকালে পলাশ সমবায় আদর্শ বিদ্যানিকেতন মাঠে ঘোড়াশাল পৌরসভার পৃষ্ঠপোষকতায় জেলা সোনালী অতীত ক্লাবের আয়োজনে দেশের সোনালী খেলোয়াড়দের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম রুমেল,মোঃ ফরহাদ হোসেন,সংরক্ষিত পৌর কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,যুবলীগ নেতা,মোঃ আশরাফ খোকা,সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ।ফুটবল টুর্ণামেন্টে কিশোরগজ্ঞ সোনালী অতীত ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাব জয় লাভ করেন।