স্বচ্ছতা, জবাবদিহিতা ও সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩ – ২০২৪ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনায় জন অংশ গ্রহনমূলক উন্মুক্ত বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এ বাজেট ঘোষণা করেন উন্মুক্ত বাজেট সভার সভাপতি ও আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু।
ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ হাজার ৫ শত ৭৮ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার ৬ শত ৩৭ টাকা ও উদ্বৃত্ত তহবিল ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৯ শত ৪১ টাকা।বাজেটে গ্রামীন অবকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ, স্বল্প মূলো খাদ্য সরবরাহ,(বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী), পয়ুঃনিস্কাশন ও বর্জ ব্যবস্হাপনা, মহিলা যুব ও শিশু উন্নয়ন, প্রতিষ্ঠান ও ক্লাব, খেলাধুলা ও সংস্কৃতি, জরুরি ত্রাণ ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউপি সচিব মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আঃ হাই মাষ্টার,মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আরমান মিয়া,পাকুরিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরীফ মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম রাণা,আমদিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোঃ আরিয়ান আহমেদ শাহীন,
ইউপি সদস্য মোঃ কাউসার আহমেদ ছাও মিয়া, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রুবেল মিয়া, মোঃ আনোয়ার হোসেন,মোঃ মোশারফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম,মোঃ তোফাজ্জল হোসেন,মোঃ দেলোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য পারভীন বেগম, ইয়াছমিন বেগম, আমেনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী সহ স্হানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শ্রেণি পেশা লোকজন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি