গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। কালীগঞ্জ পৌর প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এস. এম রবীন হোসেন।
শনিবার (১৫ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর মিলনায়তনে পৌর মেয়র এস. এম রবীন হোসেন এর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী ও গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয়ের মূল খাত ধরা হয়েছে সরকারী অনুদান (উন্নয়ন ও প্রকল্প)। এ খাতে সরকার ও দাতা সংস্থার কাছ থেকে ৫৭ কোটি ১ লাখ ১৩ হাজার ৮৪ টাকা পাওয়ার প্রত্যাশা করছে পৌরসভা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৯০ লক্ষ টাকা। উদ্বৃত্ত থাকবে ১১ লক্ষ ১৩ হাজার ৪৮ টাকা। এ ছাড়াও নিজস্ব উৎস (রাজস্ব আয়) থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পূর্বের জেরসহ ৭ কোটি ৬৭ লক্ষ ৬১ হাজার ৩৩১ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ২০ লক্ষ ৭১ হাজার ৩৩১ টাকা। নিজস্ব উৎসের মধ্যে গৃহকর খাতে আয়ের প্রত্যাশা করা হয়েছে বকেয়াসহ ৩ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা। অন্যান্য কর ও ফি খাতে আদায় হবে ১ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। হাটবাজার ইজারা দিয়ে আয় হবে ২৩ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে মেয়র ও কাউন্সিলরদের বাড়ি ভাড়া বাবদ কোন ব্যয় নেই। তবে মেয়র ও কাউন্সিলরদের সম্মানীভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।
কালীগঞ্জ পৌরসভার মেয়র এস. এম রবীন হোসেন বাজেট ঘোষণাকালে বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য কালীগঞ্জ পৌরসভার ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি ব্যবস্থা, বাসস্ট্যান্ড উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, পৌর ভবন নির্মাণ, কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধ, মশক নিধন, হত দরিদ্রদের আর্থিক সামাজিক উন্নয়ন, মহিলাদের আত্মকর্মসংস্থান, বৃক্ষরোপণ, কঞ্জারভেন্সী কার্যক্রম গতিশীল করণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন, জরুরী ত্রাণ ও স্যানিটেশন কার্যক্রম এবং হাট-বাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সকল ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণসহ সকলের সহযোগিতা চাই।
এ সময় অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, দপ্তর সম্পাদক মো. আমির খন্দকার, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহাম্মেদ, কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ-পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ছিল ৫৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৮৬২ টাকা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি