নরসিংদীর পলাশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪ র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই রোজ শুক্রবার সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল পৌর এলাকার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল করিম বাবুল এর সভাপতিত্বে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব শামীম আল আজাদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশ নির্বাচনী এলাকা জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ এডঃ সিরাজউদ্দীন মোল্লা , এডঃ সারোয়ার হোসেন মোল্লা, এডঃ আব্দুস সালাম, শেখ মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী সরকার, সরফত আলী শরৎ, সিরাজুল ইসলাম ভূইয়া এবং পলাশ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মনজুর হোসেন খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির প্রধান, আল আমিন সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে নরসিংদী জেলা জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত উপস্থিত ছিলেন।