গাজীপুরের কালীগঞ্জে কওমী ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও আগুনে পুড়িয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেন মির্জা ও পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতী নাসির উদ্দিন মাহমুদীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা হতে শত শত মুসুল্লি সাধারণের অংশ গ্রহণে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ হয়।
উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুন আমিন গাজীপুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কওমী উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন কাসেমী, উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মায়ে পরিষদের সহ-সভাপতি মুফতি মো. শরিফুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তাগণ সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও আগুনে পুড়িয়ে ফেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংসদে নিন্দা প্রস্তাব আনায় সরকারকে ধন্যবাদ জানান। সাথে সাথে সুইডেনের সকল পণ্য বয়কটের দাবী জানান। সভায় অনতি বিলম্বে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় মুসলিম মিল্লাত আগামীতে আরোও কঠিন কর্মসূচী পালনের ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি