যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার গদখালী ইউনিয়নের বামনয়ালী ঈদগাহপাড়ায় অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল চাইল্ড একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়নের উপর আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, স্বপ্নলোকের পাঠশালার প্রধান শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেঘনা ইমদাদ। তিনি শ্রেণি কার্যক্রম সহ সার্বিক বিষয় পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রুমি খাতুন, স্বেচ্ছাসেবক তুষার কুমার, কুসুম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। উল্লেখ্য শিক্ষার্থীদের মাঝে হোয়াইটবোর্ড, ওজন মাপক যন্ত্র, ফটবল ও ব্যাটমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি