নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বই বিতরণ অনুষ্ঠিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই)সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ভাতা বই বিতরণ করা হয়। ভাতা বই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।
আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রাশিদা বেগম,আমদিয়া ইউপি সদস্য মোঃ রুবেল মিয়া,দেলোয়ার হোসেন শামীম,হেলাল উদ্দিন,তোফাজ্জল হোসেন,
বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আঃ হাই মাষ্টার,ইউপি সচিব মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিগণ সহ স্হানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।