পৌরসভার নির্বাহী কর্মকর্তাদের বেতন গ্রেড বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। রোববার (২২ মে) স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত স্থগিতের কথা জানানো হয়।এর আগে গত ১৭ মে পৌর নির্বাহী কর্মকর্তাদের বেতন গ্রেড বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলে। তিন কর্ম দিবসের মাথায় এ সিদ্ধান্তটি স্থগিত হয়ে গেল।আগের সেই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম শ্রেণির (ক শ্রেণি) পৌরসভার নির্বাহী কর্মকর্তাদের বেতন ষষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়। দ্বিতীয় (খ) শ্রেণির পৌর নির্বাহী কর্মকর্তাদের বেতন সপ্তম গ্রেডে এবং তৃতীয় (গ) শ্রেণির নির্বাহী কর্মকর্তাদের বেতন নবম গ্রেডে উন্নীত করা হয়।তবে সিদ্ধান্তটি স্থগিত হওয়ায় এখনই বাড়ছে না বেতন গ্রেড।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি