পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করেছেন, তা দেশ ও জাতির জন্য কল্যাণকর ও মঙ্গলজনক।
তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২(পলাশ) আসনে আবারও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এমপিকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কারণ বিএনপি-জামায়াতের মতো দেশের অসুরদের রোধ করতে মাতৃরুপী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দত্ত শুভর সঞ্চালনায় আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন সূত্রধর,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজয় বনিক (লুকু),জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা,
জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরণী কান্ত দাস,ডাংগা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস,সেকরদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী সিংহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তগণ।
এরপর উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্হানে এসে শেষ হয়।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত চন্দ্র দাস শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় সকল বয়সী বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তরা অংশ নেন।