শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ অফিসার এম নঈমুল ইষলাম মোস্তাক একদল গোয়েন্দা পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে, আটককৃত ব্যক্তিরা হলো গাজীপুরের টঙ্গী থানার এরশাদ নগর এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫) ও কাপসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে’ বলে জানান এ এস এম ফজল-ই খুদা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি