গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর বেরুয়া নলী ব্রীজ সংলগ্ন শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলায় বিলের বেরুয়া নলী ব্রিজে থৈ থৈ পানি, মাঝি-মাল্লার বৈঠার ছন্দ। হাজার হাজার দর্শনার্থীর হৈ হৈ রব, বাঁশি-বাঁশি আর ঝরঝরে সুর, ছলাৎ ছলাৎ ঢেউ আর দর্শনার্থীর করতালিতে মুখরিত করে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।বিশেষ অতিথি জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনকসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং হাজার হাজর দর্শনার্থী।
নৌকা বাইচ খেলায় ৪টি গ্রুপে ৮টি দল অংশ গ্রহণ করেন। এদের মধ্যে সুরঙ্গী নৌকার মাঝি মো. মানিক মোল্লা, মো. মতিউর রহমান এবং জলকর নৌকার মাঝি মো. আতাউর রহমান ও মো. কবির সরকারকে বিজয়ী হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি