‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র এস.এম রবীন হোসেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌর কর্মর্কতা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ও পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আলোচনা সভায় পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি, গ্রাম ও শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন মরাও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। সময় মতো পৌর কর পরিশোধ, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা ও জন্ম, মৃত্যুর ৪৫ দিনের মধ্যে পৌরসভায় নিবন্ধন করে পৌরসভার কাজে সহযোগীতা এবং কালীগঞ্জকে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে ভুমিকা রাখার জন্য মেয়র পৌরবাসীর প্রতি আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি