২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরী বিভিন্ন উপকরণ নিয়ে বিদ্যালয়ের হল রুমে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়।উক্ত শিক্ষা উপকরণ মেলায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাজী আব্দুল মোমেন মোল্লা, উক্ত শিক্ষা উপকরণ মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, আরো বক্তব্য রাখেন ভগিরাতপুর লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার খাদিজা খাদিজাতুল কোবরা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাফিজুর রহমান ভিপি হাফেজ, পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও মাধববী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, করিমপুর সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজী, পৈলানপুর ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা গণ শিক্ষা উপকরণ মেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সোহরাব হোসেন,। শক্ষা উপকরণ মেলায় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে তৈরি বিভিন্ন উপকরণ নিয়ে মেলায় অংশগ্রহণ করেন