1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

কালীগঞ্জে ২৮ লাখ ৫০ হাজার ৩ শত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ

মোঃ লোকমান হোসেন পনির:বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

‘‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনূষ্টানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ৫টি বিষয়ে তিনশত জন প্রশিক্ষনার্থীর মাঝে ২৮ লাখ ৫০ হাজার ৩ শত টাকার ভাতার চেক বিতরণ মেহের আফরোজ চুমকি এমপি,
সোমবার সকালে জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এম. পি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহাবুদ্দিন আহমেদ, এস এম আলমগীর হোসেন, মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, গাজী মো. সারোয়ার হোসেন, মো. খায়রুল আলম, মো. অলীউল ইসলাম অলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সহ ৫টি বিষয়ে প্রশিক্ষণ নেয়া তিনশত জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এম. পি উপজেলা জাতীয় মহিলা সংস্থার অধীনে ৫টি বিষয়ের উপর তিনশত জন প্রশিক্ষণার্থীর মাঝে ২৮ লাখ ৫০ হাজার ৩ শত টাকার চেক বিতরণ করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT