গাজীপুরের কালীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় ফিকাহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার রাতে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ফাহিম গেইট সংলগ্ন মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রিপন।
প্রধান বক্তা হিসেবে নসিহত করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতী মাওলানা রেজাউল করিম আবরার। বিশেষ বক্তা হিসেবে নসিহত করেন তালিমুল ইসলাম ইনস্টিটিউট ও রিসার্স সেন্টারের পরিচালক মুফতী লুৎফর রহমান ফরায়েজর, বাউনিয়া মাদ্রাসার মুহতামিম ও প্রধান মুফতী মাওলানা শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।
পরিশেষে ফিলিস্তিনিসহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।