1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

দায়িত্বশীল ও মানবিক পুলিশ অফিসার শ্রীপুর মডেল থানার ওসি নাসিম (পর্ব-১)

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

গাজীপুরের শ্রীপুর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম যোগদানের পর পাল্টে গেছে থানা এলাকার চিত্র।

কমেছে সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি, মাদক, বাল্য বিবাহ, কিশোর অপরাধ সহ সকল প্রকার অপরাধ। বেড়েছে সেবার মান।

থানা ফটক ও ওসি কক্ষের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আচরন প্রত্যেক সেবা নিতে আসা মানুষের মন জয় করে নেয়। আর এই সবটাই হচ্ছে বর্তমান ওসির আন্তরিকতা সুফল।

তিনি যোগদানের পর সকল শ্রেণির মানুষের সাথে তার মতবিনিময় করছেন সকল মানুষ কে পুলিশের সেবার আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন

সকল অপরাধীদের বেলায় জিরো টলারেন্স নীতির অনুসরন করে বিভিন্ন অপরেশন পরিচালনা করে মাদক কারবারি সহ অনেক গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেফতার করেছেন।

ভাল মন মানসিকতা , বিচার বুদ্ধি, মূল্যবোধ ও উদার মন , ইচ্ছা শক্তি এবং দায়িত্ব কর্তব্যকাজে মনোযোগী হওয়া, তার অধিনস্তদের কর্তব্যকাজে

একদিকে কড়াকড়ি শাসন অন্যদিকে ভালবাসা দেওয়া নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করাটা খুবই কঠিন কাজ।

সরকারের অর্পিত দায়িত্ব পালন করা এবং মূল্যবোধের মাধ্যমে মানুষের প্রতি অতি সহজেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে মানবিকতা। মানবিকতার মূল মন্ত্র হচ্ছে মানুষের কল্যাণ,

জাতির কল্যাণ, সমাজের কল্যাণ, সাংস্কৃতিক কল্যাণ মোট কথা মানুষকে ভালভাবে আপন করে নেওয়া, মানুষের জন্য ভালো কিছু করা এবং মানুষের উন্নতি সাধন করার নামই মানবিকতা।

বর্তমানে শ্রীপুর থানার পুলিশ সদস্যরা দিন রাত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্রপ্রহরীর মতো কাজ করে। জনগনের জানমাল ও

সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভূমিকা পালন করে থাকেন ওসি এ.এফ.এম নাসিম।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT