বুধবার ১৮ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় মাধবদী থানার হল রুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবদী থানা এলাকায় অবস্হিত সকল পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম শহিদুল ইসলাম সোহাগ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী। আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার ওসি তদন্ত আজিজুল হক, অঞ্জন কুমার দেবনাথ, আহবায়ক মাধবদী পৌর পূজা উদযাপন পরিষদ, সুরঞ্জিত ঘোষ, সদস্য সচিব মাধবদী পৌর পূজা উদযাপন পরিষদ মাধবদী থানা এলকায় অবস্হিত বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি বৃন্দ।