নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ ভোট ইস্যুতে এক পুলিশ কর্মকর্তার বক্তব্য ভার্চ্যুয়াল জগতে ভাইরাল হয়েছে। এ কারণে ওই কর্মকর্তাকে সিলেট বদলি করা হয়েছে।
রোববার কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানাকে এক প্রজ্ঞাপনে সপ্তম এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
জানা গেছে, তার বক্তব্যের কারণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ভার্চ্যুয়াল জগতে।
পক্ষে-বিপক্ষে শুরু হয় মন্তব্য। তাই জুয়েল রানাকে সিলেটে বদলি করা হলো।
ভাইরাল সে বক্তব্যে তিনি বলেছিলেন, নৌকার প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন- বিষয়টা এমন না। আমি যেখানে নির্বাচন করেছি নৌকা ২৫১ ভোট পাইছে।