শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। উপজেলা আনসার এবং ভিডিপি কমান্ডার নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম প্রমুখ। সমাবেশ শেষে কাজের বিশেষ দক্ষতার জন্য কয়েকজন আনসার দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরন করেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি