1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

যেকোনো সময়ে জনসাধারণেরা কথা বলতে পারেন ওসি নাসিমের সাথে (পর্ব-২)

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

একসময় পুলিশ দেখলে সাধারণ মানুষ ভয় পেতো। আর এখন পুলিশ দেখলে সবাই দৌড়ে কাছে আসে।গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ প্রশংসা করছেন শ্রীপুর মডেল থানার ওসি এ এফ এম নাসিমের সেবায়।কারণ পুলিশিং সেবায় ভিন্ন মাত্রা যোগ করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম। বিশেষ

করে তিনি যে এলাকাতেই যান না কেন কোমলমতি শিশুরা তাকে দেখলেই তার কাছে ছুটে আসে।শ্রীপুর উপজেলার আইনসৃংঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি নাসিম। উপজেলার প্রতিটি এলাকার দুই পক্ষের দ্বন্দ মিটাতে বিভিন্ন ভাবে তিনি সাধারণ মানুষকে সচেতন করেছেন।এখন উপজেলার প্রতিটি এলাকার সাধারণ মানুষ ওসি নাসিমের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।প্রায় সময়ই বিভিন্ন এলাকার শিশুদের সাথে দেখা যায় তাকে। তিনি থানাতে সেবা নিতে আসা সবাইকে চকলেট প্রদান করেন।

উচ্ছাসিত হয়ে সবাই সেই চকলেট নিচ্ছে হাঁসি মুখে। বিশেষ করে সাধারণ মানুষের প্রতি তিনি খুবই আন্তরিক।থানা সূত্রে জানা যায়, ওসি নাসিম এই থানায় যোগদান করার পর থেকেই এই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল।যোগদানের পর থেকেই উপজেলার আইনসৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন।বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ সকল অপরাধ নিষ্ক্রিয়ভাবে দমন করতে সফল হয়েছেন।থানাতে সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না।যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ওসি।

উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন সেবা গ্রহিতার সাথে কথা বললে তারা জানান, যেকোন অভিযোগ নিয়ে গেলে তৎক্ষনাৎ সেটির কার্যক্রম শুরু করে দেন ওসি।পুলিশের এমন ব্যবহার সকল সময় থাকলে আইনসৃঙ্খলার কোন অবনতি হবে না বলেও অনেকে জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT