সোমবার সন্ধ্যার পর নরসিংদী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পূজা মন্ডপ পরিদর্শন করলেন নরসিংদী সদর ১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সম্পাদক আলহাজ্ব আলী হোসেন শিশির। এশার নামাজের পর আলী হোসেন শিশির দলীয় নেতৃবৃন্দ ওনরসিংদী চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ও পরিচালকদের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা,নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন,, মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাসিব আহমেদ মোল্লা, আসাদুজ্জামান, মাধবদী শহর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আনোয়ার হোসেন, , বিশিষ্ট সমাজ সেবক হাবিবুল্লাহ মাস্টার , মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপুর্ব, সাবেক ছাত্রলীগ নেতা জয়েল প্রধান সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।