কালীগঞ্জে সরকারি সম্পত্তি হস্তান্তর করে প্রায় ঊনিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারণার শিকার ব্যক্তিরা প্রতিকার না পেয়ে প্রতারকদের নামে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও গাজীপুর কোর্টে মামলা দায়ের করেছেন।
অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাশাইল মৌজার খতিয়ান নং এসএ ১২১, আরএস ৮৫, দাগ নং এসএ ১৪২, আরএস ২৭৯ ও ২৮০ এর ২০ শতাংশ ভিপি জমি (কেস নং ২৯৩/৭৫) সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় থেকে লিজ নেয় বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোঃ তোফাজ্জল হোসেন, মৃত করম আলীর পুত্র মোফাজ্জল হোসেন ও মৃত কদম আলীর পুত্র মোঃ সবদর আলী। তারা বাংলা ১৪২৫ সন পর্যন্ত উক্ত জমির লিজমানি পরিশোধ করেন। সম্প্রতি লিজকৃত জমির উপর খলাপাড়া গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম (৪৩) এবং মৃত দেলোয়ার হোসেনের পুত্র মাহফুজুর রহমান জাবেদ (৩৪) এর লোলুপ দৃষ্টি পড়ে। তারা নিষ্কন্টক ১২.২৫ শতাংশ জমি বিক্রি ও নামজারীর কথা বলে একই গ্রামের আবুল হোসেনের পুত্র আবুল কাশেমের নিকট থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা নেয়। পরে আবুল কাশেম জমি রেজিষ্ট্রির জন্য বললে প্রতারকরা তিনটি ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে (নং খচ ১১৫৩৩৩৪, ১১৫৩৩৩৩ ও কট ৯৮১৪০৪২) দলিল লিখে উক্ত ভিপি সম্পত্তি থেকে ১২.২৫ শতাংশ সম্পত্তি হস্তান্তর করে। পরে একই কায়দায় প্রতারক চক্রটি স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা রাসেলের নিকট থেকেও ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু কাশেম ও রাসেল ভিপি সম্পত্তি কিনবে না বলে টাকা ফেরত চাইলে প্রতারক নজরুল ও জাবেদ তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে কাশেম ও রাসেল প্রতারকদের নামে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জাবেদকে থানায় ডেকে আনলে সে ২ অক্টোবর টাকা পরিশোধ করবে বলে নিশ্চয়তা দেয়। কিন্তু জাবেদ ২ অক্টোবর টাকা পরিশোধ না করে বিকেলে খলাপাড়া জুট মিল সংলগ্ন রাস্তায় কাশেমকে হত্যার হুমকি দেয়। এতে ভীত হয়ে কাশেম গত ১১ অক্টোবর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২, গাজীপুর-এ প্রতারকদের নামে সিআর মোকদ্দমা দায়ের করেন, নং ৪৯৩/২০২৩।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নজরুল মেম্বার ও জাবেদ প্রায় অর্ধশতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রায় নিঃস্ব করে দিয়েছে। টাকা ফেরত চাইলে তারা ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া জানান, লিজকৃত সম্পত্তি কখনোই হস্তান্তরযোগ্য নয়। কেউ হস্তান্তর করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, আবুল কাশেমের অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমান জাবেদকে থানায় ডেকে আনা হলে সে প্রতারণার কথা স্বীকার করে ২ অক্টোবর টাকা পরিশোধেরে নিশ্চয়তা দিয়ে চলে যায়। এখন সে পলাতক আছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।