1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

টংগী সরকারি কলেজে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

গাজীপুরের ঐতিহ্যবাহী টংগী সরকারি কলেজে ৬তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় এ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

টংগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন কমিটির আহবায়ক মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ, প্রকল্প পরিচালক প্রফেসর ড. খন্দকার মুজাহিদুল হক, নির্বাহী পরিচালক আসিফুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবু, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক সেলিম খান সহ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল বলেন, ৬ তলা বিশিষ্ট এ একাডেমিক ভবন নির্মাণ, আসবাবপত্র, কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী বাবদ ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ ভবন “সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণ করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,গাজীপুর।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT