টঙ্গীর পশ্চিম থানা যুবলীগ নেতা ও করোনা কালীল সময় নিজ এলাকার মানুষের সাহায্যকারী মোঃ ইসমাইল হোসেন গত ৩১শে অক্টোবর ২০২৩ তারিখে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যান কক্সবাজার সেখানে তিনদিন অবস্থান করে টঙ্গী আসলে জানতে পারেন তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মারামারি মামলার প্রধান আসমী করে মামলা করেছেন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি হাতকাটা সুজন।
এলাকাবাসী জানান হাতকাটা সুজন এক সময় টঙ্গীর আউচপাড়া সুর তরঙ্গ রোডে পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন সে সময় এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসা
শুরু করে দেন, লোকজন জানাজানি হয়ে গেলে এলাকা থেকে পরিবার নিয়ে চলে যান।
পরে ছিনতাইকারী সুজন ও তার দলবল নিয়ে প্রতিনিয়ত সুরতরঙ্গ রোড সহ আশপাশে ছিনতাই শুরু করেন।
এ নিয়ে যুবলীগ নেতা ইসমাইল হোসেন মাঝেমধ্যে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করতেন।
এ নিয়ে যুবলীগ নেতা ইসমাইল হোসেনের সাথে দন্ধ শুরু ছিনতাইকারী হাতকাটা সুজনের।
এলাকাবাসী জানান হাতকাটা সুজন বিভিন্ন দোকান থেকে বাকি নিয়ে টাকা পরিশোধ করেননা এবং টাকা চাইতে গেলে মেরে ফেলার হুমকি দেয়, এবং সব সময় তার এবং তাদের দলের নিকট চাপাতি, ছুরি থাকে সে ভয়ে এলাকাবাসী কিছু বলেনা বলে জানান।
যুবলীগ নেতা ইসমাইল হোসেন বলেন আমি কিছু জানিনা বা দেখিনি সে সময় আমি ছিলাম কক্সবাজার কে বা কারা ছিনতাইকারী হাতকাটা সুজন কে মেরেছে । আমি মনে করি রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমাকে আসামি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি