1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

পলাশে আনসার ও ভিডিপির সদস্যদের তৎপরতায় রক্ষা পেল রেল দুর্ঘটনা

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় রক্ষা পেলো রেল দুর্ঘটনা। নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী বরাবো এলাকায় রেললাইনের সংযোগস্থলে প্রায় ৪/৫ ইঞ্চি পরিমাণে রেলপাত ভাঙ্গা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করলে তিনি টেলিফোনে কথা বলে প্রথমে এগারোসিন্দুর প্রভাতি ট্রেনটি স্টপেজ করেন।বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড দলনেতা মেহেদী হাসান জানায়, বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪ জন ভিডিপি সদস্য নিয়ে অবরোধকালীন অপারেশন ‘নিরাপদ যাতায়াত’র অধীনে সকাল ৬টা থেকে অবরোধকালীন ডিউটি করছিলেন।সকাল প্রায় সারে ৮টার দিকে আনসার ও ভিডিপি সদস্য ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড দলনেতা মেহেদী হাসান ভিডিপি সদস্য তনয় ভক্ত, রিফাতুল হাসান জনি, মাহিত হোসেন, সুজল চৌধুরীকে নিয়ে টহলে বের হলে বরাবো রেল ক্রসিংয়ের কাছে রেল লাইনের একটি জয়েন্টের কিছু অংশ ভেঙ্গে পড়ে থাকতে দেখে।এসময় ভিডিপি সদস্যগণ পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু এবং জিনারদী স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেন। স্টেশন মাস্টার মহিউদ্দিন সাওন খবর পেয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং লাইন ঠিক করার কাজ শুরু করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু খবর পাওয়ার সাথে সাথে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম এবং আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদকে অবগত করেন।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম, পলাশ থানার অফিসার ইনচার্জ মোহা: ইকতিয়ার উদ্দিন ও রেল পুলিশ।স্টেশন মাস্টার এবং রেল লাইনের দায়িত্বে থাকা সদস্যরা মতে শীতকালে এই ধরনের ঘটনা ঘটে। শীতের সময় লোহা শক্ত হয়ে থাকে যা স্বাভাবিক সময় থেকে আলাদা। এটা কোনো নাশকতা না। যদি বিষয়টি সাথে সাথে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

এবিষয়ে জিনারদী স্টেশন মাস্টার মহিউদ্দিন সাওন জানান, একজন আনসার সদস্য রেল ভাঙার বিষয়ে খবর দেন। খবর পেয়ে সেখানে রেলমিস্ত্রি পাঠিয়ে মেরামত করা হয়েছে। এতে করে প্রায় ১৫/২০ মিনিটের মতো ট্রেন চলচল বন্ধ ছিল। এ ঘটনায় এখন সমস্যা না হলেও পরবর্তীতে সমস্যা হতে পারতো তাই দ্রুত মেরামত করা হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম গাজী মোবাইলে জানান, জিনারদী এলাকায় রেলের কিছু অংশ ভাঙার একটি ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন। বিস্তারিত খবর নিয়ে জানা গেছে এটা কোনো নাশকতা নয়। এটা চিরাচরিত কারণেই এমনটি হয়েছে। তবে ধন্যবাদ আনসার সদস্যদের তাদের চোখে ধরা পরেছে। আর তারা দুষ্কৃতকারীদের হাত থেকে রেলপথকে বাঁচাতে আনসার সদস্যদের দিয়ে রেল পাহারা দেয়া হচ্ছে। এই পাহারা দেয়ার ফলেই বড় একটি রেল দুর্ঘটনা থেরে রক্ষা পেলো।ঘটনার বিষয়ে জানার জন্য পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম ও পলাশ থানার ওসি মোহা: ইকতিয়ার উদ্দিনকে মোবাইলে কল দেয়া হলে তারা মোবাইল রিসিভ করেননি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT