গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ক্যান্সার আক্রান্ত ১৩জন, কিডনী রোগে আক্রান্ত ২জন, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড আক্রান্ত ১০ জন, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৪ জন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩জন ও রোগে আক্রান্ত হয়ে মৃত ৩জন ব্যক্তির নমিনীসহ মোট ৩৫ জন রোগীর মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা বাবদ মোট ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি