নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলায় দন্ডপ্রাপ্ত আসামী ইব্রাহিমকে আটক করেছে। পুলিশ জানায়, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর তত্বাবধানে সাজা ওয়ারেন্ট, অবৈধ মাদক, অস্ত্র উদ্ধার পরিচালনা কালে ১৩টি মামলা ও ১বছর তিনমাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইব্রাহিম(৩৩) কে আটক করেছে মাধবদী থানার এএসআই রুবেল মিয়া। তার বিরোদ্ধে ৫টি ডাকাতি মামলা, ৬টি ডাকাতির প্রস্তুতি মামলা, অস্ত্র আইনে মামলা ও পুলিশের সাথে মারামারির মামলা রয়েছে। চরবালাপুর এলাকার আঃ মতিন এর ছেলে ইব্রাহিম।