মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বিশিষ্ট লেখক- সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মনি'র ৮৫ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের আয়োজনে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভায় আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি। আজ এই দিনে আমরা শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনি সহ ১৯৭৫ই ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন,পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সোহেল, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের আলী রুবেল সহ স্হানীয় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি