আজ ৯ ডিসেম্বর মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃএর ৪০ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্বকরেন সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃএর সম্মানিত সভাপতি ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক ,,সাধারণ সভায় বক্তব্য রাখেন মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস, লিঃ মনোয়ার হোসেন,মাধবদী সোনার বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের সম্মানিত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম শফি, সমবায় কটন মিলস লিমিটেড ব্যক্তি সদস্য ও মেহের পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলফাজউদ্দিন। মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া ভিপি জসিম বাংলা সমবায় কটন মিলস লিমিটেডের ব্যক্তি সদস্য বিশিষ্ট সমবায়ী হাজী নুর ইসলাম , মাধবদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃএর সভাপতি ওবায়দুর রহমান,
সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ, ব্যক্তি সদস্য হাজী ছবির মিয়া,সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃএর ম্যানেজার আসলাম উদ্দিন, সভাটি পরিচালনা করেল সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃএর কর্মকর্তা মোঃ বেলাল আহাম্মেদ ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি