গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে চারদিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ ও ক্লাবের সাধারণ সদস্যদের মিলনমেলা সম্পন্ন হয়েছে। গত ০৬ই ডিসেম্বর রাতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের উপহার ঢাকা টু কক্সবাজার ট্রেনে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন সদস্যবৃন্দ।
কক্সবাজারের বিভিন্ন এলাকায় পরিদর্শন, সাগরপাড়ে ফুটবলসহ বিভিন্ন খেলায় মেতে উঠা এবং বিভিন্ন খেলাসহ ছিল ভিন্ন আয়োজন।
ক্লাবের সভাপতি মোঃ মোস্তাকিম খান, কার্যকরী সভাপতি মোঃ মঞ্জুরুল আলম,সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন সরকার,সহ-সভাপতি মোঃ রুহুল আমিন দেওয়ান,সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, অর্থসম্পাদক আব্দুল আলী শিকদার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাশিদ আহম্মেদ তুশার, সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল কবির রাজিব, গাজীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল,মোঃ পাপেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরু শেষ পর্যন্ত বুদ্ধি পরামর্শ দিয়েছেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ ফরিদ ও বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ক্লাবের উপদেষ্টা পরিষদ। অনুষ্ঠানকে সফল করতে যারা বুদ্ধি, পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন ক্লাবের সভাপতি মোঃ মোস্তাকিম খান।