নরসিংদীর মাধবদী পৌরপরিষদ মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ সন্ধ্যায় মাধবদী পৌর ভবনের সামনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় মাধবদী পৌরসভার প্যানেল মেয়র ১ শেখ ফরিদ, মাধবদী থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, কাউন্সিলর দেলোয়ার হোসেন, মাধবদী পৌরসভা চার নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খবির উদ্দিন তালুকদার, মাধবদী থানার পুলিশ কর্মকর্তা, পৌর সচিব, পৌর কর্মকর্তা কর্মচারী, পৌর আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।