নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী তে হরতালের সমর্থনে গাড়ি ভাংচুরের সময় নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু কে আটক করেছে মাধবদী থানা পুলিশ। গত ১৯ ডিসেম্বর দুপুরে মাধবদী থানায় নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেস ব্রিফিংএ জানান, আজ ভোর অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী থানার রাইনাদি জাকিয়া কটন টেক্সটাইল মিলের সামনে পাকা রাস্তার উপর পার্শবর্তী আড়াইহাজার থানা হইতে আসিয়া কতিপয় বিএনপি-সমর্থিত নেতা-কর্মী একত্রিত হইয়া একাধিক মামলার আসামী লুৎফর রহমান আব্দু এর নেতৃত্বে ১৫/২০ জন উচ্ছৃঙ্খল নেতা-কর্মী মহাসড়ক অবরোধ করিয়া জনসাধারনের মনে ভীতি ও ত্রাস সৃষ্টি করিয়া যানবাহনে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ী থামাইয়া ০১টি কভার্ডভ্যান ও ০১টি ট্রাক ভাংচুর করে ক্ষতিসাধন করে। এসময় মোবাইল-২০ ডিউটিতে নিয়োজিত এসআই শাহীন সরকার সঙ্গীয় ফোর্স সহ মহাসড়কে টহল করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা পালিয়ে যাওয়ার সময় লুৎফর রহমান আব্দু (৪৯) কে হাতে নাতে আটক করে। তার বিরোদ্ধে আড়াইহাজার থানায় ০৭টি মামলা রয়েছে। মাধবদী থানায় সাধারন ডাইরী নং-১৫৮৭। বি,এন,পি লুৎফর রহমান আবদু সবার সামনে স্বীকারোক্তি দিয়েছে যে আমার নেতৃত্বে ভাংচুর করার সময় আমাকে মাধবদী থানা পুলিশ আটক করেছে, আমার সাথের লোকেরা পুলিশের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায় আমার পায়ে সমস্যা থাকার কারনে আমি যেতে পারি নাই।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি