নরসিংদীর শিবপুর ইটাখোলা হাইওয়ে থানায় আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন (নারায়ণগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহেদর রহমান চৌধুরী।
আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি