২৫ডিসেম্বর সন্ধ্যায় মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আটপাইকা গ্রামে নৌকা মার্কার কেন্দ্র করার জন্য জায়গা না দিয়ে ঈগল পাখি মার্কার কেন্দ্র করার জন্য জায়গা দেওয়ায় ঈগলের কর্মী সাহেব আলী নামে এক ব্যক্তিকে মারপিট করেছে হাকিম নামে এক যুবক। সংবাদ পেয়ে গঠনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে উপস্থিত নরসিংদী সদর উপজেলা এসিল্যান্ট ও মাধবদী থানার ওসি। দুইজন প্রশাসনের কর্মকর্তার সামনে সাহেব আলী বলেন আমাকে দেখা মাত্র হাকিম বলে আমি বললাম নৌকার কেন্দ্র করার জন্য জায়গা দিতে, আর তুই না দিয়ে ঈগলের কেন্দ্র করলি এই বলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট করে। বাড়ির মহিলারা ও পর্যন্ত আমাকে মার্কেট করেছে । অপর দিকে আজ সকালে ঈগল পাখি মার্কার কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সময় ঈগলের কর্মীও রিক্সা গ্যারেজের মালিক সাইফুলকে মারপিট করেছে হাকিম, হাকিম আরো বলেছে ঈগলের কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিলে কেন্দ্র ও রিক্সার গ্যারেজ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় আটপাইকা গ্রামের হাকিম পিতা মৃত জালাল। হাকিমের বাড়ি ঈগলের কেন্দ্রের পূর্ব পাশে।। হাকিম এর সাথে কথা বলতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মা বলেছে সীমানা নিয়ে ঝগড়া হয়েছে, তারা দুইজনেই মারামারি করেছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি