দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ.এন.এম রফিকুল আলম (সেলিম)। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মাসুম বিল্লাহ (ঈগল)। প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিনই মাঠ চষে বেড়াচ্ছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী, সমর্থক ও কর্মীরা।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ) সকাল থেকে নির্বাচনী এলাকার আমদিয়া ইউনিয়নের বিভিন্ন স্হানে গণসংযোগ করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী রফিকুল আলম (সেলিম)। এ সময় উপস্থিত নেতাকর্মীরা লাঙ্গল প্রতীকের মিছিল সহ ব্যাপক প্রচারণা চালায়। এতে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।