1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

নরসিংদীতে নকশিস’র‘বিজয় চিরন্তন অনুষ্ঠিত

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

সত্য, সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ার দৃঢ় অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস)’আয়োজনে আজ ৩০ ডিসেম্বর শনিবার নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়নে বিজয়ের মাসের শেষ লগ্নে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের স্মরণ করে এ ‘বিজয় চিরন্তন’অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে নকশিস নেতৃবৃন্দকে আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া।

প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া বলেন, বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় দিন। ৯ মাস যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করতে হয়েছে। আমাদের এই স্বাধীনতা সারা পৃথিবীতে একটি স্মরণীয়। সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা এ দেশকে স্বাধীন করতে পেরেছি। এত অল্প সময়ের মধ্যে কোন দেশ স্বাধীনতা অর্জন করতে পারিনি। দেশের স্বাধীনতা ও বিজয় দিবস সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে।

প্রফেসর গিয়াস উদ্দিন মিয়া বলেন, নরসিংদীতে ড. মশিউর রহমান মৃধা হাত ধরে নকশিস শিক্ষকদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাই নরসিংদীতে শিক্ষার মান উন্নয়নসহ গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে নকশিস অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমি নকশিসের নেতৃবৃন্দকে গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাবো। যাতে করে শিক্ষা ক্ষেত্রে নরসিংদী নাম সবার উপরে উঠে আসে। এর জন্য আমি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

নকশিস’র সভাপতি নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ’র অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে ‘বিজয় চিরন্তন ‘ অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোবারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নকশিস’র সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও নকশিস’র প্রধান উপদেষ্টা প্রফেসর অহিভূষন চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক নূরউদ্দিন মো. জাহাঙ্গীর,নকশিস’র সিনিয়র সহসভাপতি সোরহাব উদ্দিন, শফিকুল আলম বকুল, অধ্যক্ষ পরিষদ’র সভাপতি কামরুজ্জামান, নকশিস’র যুগ্ম সম্পাদক আরিফ পাঠান, নকশিস নেতা খোরশেদ আলম ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহের হোসেন অনিক প্রমূখ।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিতার কামনা করে দোয়া করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT