আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জিনারদী ও গজারিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে জিনারদী ইউনিয়নের সানের বাড়ি ও সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে পলাশ উপজেলা তৃণমূল আওয়ামী লীগের মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল হকের সমর্থনে মতবিনিময় সভা হয়।
এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল হক,জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।
এর আগে দুপুরে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া সাধুর বাজার ও পারুলিয়া মোড়ে গণসংযোগ করেন শরিফুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়া,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ঠিকাদার কামাল হোসেন,সাংবাদিক বোরহান মেহেদী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারিউল্লাহ সরকার,(মহিলা)সেলিনা আক্তার,এড.সাইফুল ইসলাম গাজী,গজারিয়া ইউপি সদস্য মোঃ আরমান সহ স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্ব পেশা-শ্রেণির লোকজন।