আসন্ন নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চরসিন্দুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইউনিয়নের আলীনগর বাজারে এ সভা হয়। এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরিফুল হক।
চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কারিউল্লাহ সরকার,(মহিলা) সেলিনা আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজন আহমেদ,চরসিন্দুর ইউপি সদস্য মোঃ মোমেন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্ব পেশা-শ্রেণির লোকজন।